খুলনায় ক্রমাগত বেড়েই চলেছে ডেঙ্গু

Spread the love

বিপ্লব সাহা,খুলনা ব্যুরো :

খুলনায় ক্রমাগত ভারি হচ্ছে ডেঙ্গু রোগীর মিছিল।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র থেকে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছে।
এবং নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর পরিসংখ্যা অনুযায়ী বিভাগের আক্রান্তের সংখ্যা ৮শ ছাড়ালো।
এবং বিভিন্ন হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩২ জন।
তাছাড়া নগরীর বেশ কিছু সরকারি বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় বিভাগে আক্রান্ত কোনো রোগী মারা না গেলেও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অনেকে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডাক্তার সুভাষ রঞ্জন হালদা জানিয়েছেন
সারাদেশের সাথে খুলনায় ও ডেঙ্গুর ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে।
জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে প্রতিনিয়ত প্রায় ১শর কাছাকাছি রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।
এদের মধ্য বেশিরভাগই যুবক। অধিকাংশ ২৮ থেকে ৩৫ এর মধ্য বয়স।
এরা সবাই ঢাকার বিভিন্ন মিল কলকারখানা ও গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক। এক্ষেত্রে খুলনার স্থানীয় রোগীর সংখ্যা খুবই কম।
আক্রান্ত রোগীদের পরিবার সূত্রে জানা গেছে অধিকাংশ রোগী জীবিকার তাগিদে ঢাকায় থেকে পরিবারের জীবিকা চালাতে কাজকরে ।
পাশাপাশি ফোকাল পার্সন আরো বলেন যে পরিমাণে রোগী শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে সেই অনুপাতে যথেষ্ট পরিমাণে সচেষ্ট অবস্থায় চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাছাড়া চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন গুলো সাধারণ মানুষদে মাঝে ডেঙ্গু সচেতনতা কারণ বিষয়ে উদ্বুদ্ধ হয়ে খুলনা নগর ভবনের সহযোগিতায় নগরীর অলিগলি
পয়নিষ্কাশন ও মসক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *