ঢাকাWednesday , 24 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রতিনিয়ত ঘটছে অপরাধমূলক ঘটনা, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নগরবাসীর।

দেশ চ্যানেল
December 24, 2025 1:28 pm
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা নগর জুড়ে একের পর অস্ত্রের মহড়া জখম খুন গোলাগুলির ঘটনা ঘটেই চলেছে আধিপত্য বেড়ে চলেছে সন্ত্রাসীদের তবুও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দুর্বৃত্তরা নগরজুড়ে বিরাজ করছে খুন জখমের আতঙ্ক। ঘটনার নেপথ্যে মাদক জুয়া নারী ও ক্ষমতার একক আধিপত্য বিস্তার আর এ সকল কর্মকান্ডের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে কিশোর মাস্তানদের এরা কাউকে তোয়াক্কা না করে প্রকাশ্য মাদক সেবন অস্ত্র নিয়ে উশৃংখলভাবে চলাফেরা সবকিছু মিলে দিন রাত ২৪ ঘন্টা শহর এখন এদের দখলে। আর এদের মদদ দিচ্ছে পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড পালিয়ে থাকা ব্যক্তিরা।

উল্লেখ্য মাত্র একদিনের ব্যবধানে খুলনায় এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দু’হাত কেটে জখম, ও ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে নগর জীবনে বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গত সোমবার সকালে গুলি করে দুর্বৃত্তরা। ওইদিন বেলা পৌনে ১২টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে এ ঘটনা ঘটে। একই দিনগত রাত সাড়ে আটটায় নগরীতে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে রাকিব নামে এক চালক গুরুতর জখম হয়েছে। নগরীর মোস্তর মোড়ের রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে আক্তার মোল্লা নামে এক যুবকের দুই হাতে কেটে নেওয়ার উদ্দেশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। নগরীর দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। এনসিপি নেতার ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে একই সংগঠনের নেত্রী তানিয়া তন্বী নামক এক যুবতীকে। মামলা করা হয়েছে ৭/৮ জনের নামে। ছিনতাইয়ের চেষ্টায় আহত ইজিবাইক চালকের ঘটনায় কোন মামলা এখনও হয়নি। কাউকে আটকও করতে পারেনি পুলিশ। দারোগার ভিটায় পরিচিত সন্ত্রাসীরাই কুপিয়ে দু’হাত জখম করলেও পুলিশ এখনও কাউকে আটক করতে পারেননি।

এদিকে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে চেষ্টা করছে। তবে আশানুরূপ কোন ফল আসছে না। যে কারণে দিন দিন নগরবাসীর মনে আতঙ্ক বাড়ছে। উদ্বেগ-উৎকণ্ঠায় পার হচ্ছে প্রতিটি মুহূর্ত।

আর এই অবস্থার মধ্যে প্রশাসন কঠোর অবস্থানে না গেলে সন্ত্রাসীদের লাগাম টানা কঠিন হয়ে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST