ঢাকাFriday , 3 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

খুলনায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত!!

Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো :

আজ ৩ মে শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

দিবস টি উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে খুলনা শহীদ হাদিস পার্কে সকাল ১১ টায় বাংলাদেশ প্রেস ক্লাবের খুলনা মহানগর শাখার সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে পথ সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সভাপতি মীর মোহাম্মদ বাদশা আলম।

তাছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সহিদুল ইসলাম শাহীন ইমরান হোসেন সুমন সরদার বাদশা রেজওয়ান আকঞ্জি রাজা মোহাম্মদ আলাউদ্দিন মনিরুল ইসলাম মোড়ল বিপ্লব সাহা ও দৈনিক কালান্তরের সহকারী সম্পাদক নাজমুল হুদা ।

আজকের দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান বক্তার বক্তব্যয় বলেন

সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের অবস্থান থাকলেও গণমাধ্যম অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতা এখন প্রসূতি নারীর সন্তান প্রসব বেদনা।

প্রবাদ বাক্যটি শুনতে যদিও একটু কটাক্ষ মনে হবে তবু এটাই বাস্তবতা বিভিন্ন পর্যায়ে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আইন পাস করে সাংবাদিকদের বীরদর্পের স্থান দিলেও আজও অসংখ্য গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করার মতন সমাজের দর্পণের ভূমিকায় থেকে বস্তুনিষ্ঠ অজানা তথ্য উদঘাটন করতে গিয়ে লাঞ্চিত এবং মৃত্যুর মতন ঘটনা অহরহ ঘটেই চলেছে।

তা সত্ত্বেও থেমে নেই দেশ বিদেশের উদীয়মান কলম সৈনিকরা।

তার একমাত্র দৃষ্টান্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সকল তথ্য নির্ভুলভাবে মৃত্যুর কালো থাবাকে দু’পায়ে মেরে সম্মুখে সর্বদা এগিয়ে চলেছে বিশ্ববাসীকে পুঙ্খানুপুঙ্খভাবে জানান দিতে চলমান যুদ্ধের ঘটনা।

মিসাইল ক্ষেপণাস্ত্র ট্যাংকের গুলি অগ্নিবিস্ফোরণ কোনো কিছুর চোখ রাঙানীতে ভয়ে কাতর করতে পারেনি সাংবাদিকদের।

বিনিদ্র নির্ঘুম রাত ক্ষুধার যন্ত্রণাকে উপেক্ষা করে ছুটে চলেছে ক্যামেরা কাঁধে যুদ্ধরত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

এত কিছু ঝুঁকির জীবন মানেই সাংবাদিকতা মৃত্যুর যাদের হাতছানি দেয় সর্বক্ষণ।

পাশাপাশি উপস্থিত গণমাধ্যম কর্মীরা আরো বলেন আমরা সাংবাদিকরা সর্বদাই নির্যাতনের শিকার হচ্ছি এবং সরকার ইদানিং ডিজিটাল আইনের মাধ্যমে সাংবাদিক গ্রেফতারের পায়তারা করছে।

তাছাড়া মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন কায়দায় উল্লেখযোগ্য নামিদামি সাংবাদিকদের হয়রানি করছে একশ্রেণীর স্বার্থপর মহল।

অপরদিকে গণমাধ্যম কর্মীরা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে এবং সত্য ও ন্যায় প্রকাশের গ্রভাগে।

আজকের উপস্থিত বক্তারা আরো বলেন সমাজের যত নেক্কারজনক অপকর্ম এবং মাদকবিরোধী কর্মকান্ডকে সহায়তার ক্ষেত্রে কূচক্রী মহলের মুখোশ উন্মোচন করার জন্য সাংবাদিকরা সর্বদাই সচেষ্ট অবস্থানে থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অতএব বিশ্বের কোন অপশক্তি সাংবাদিকদের কলম ও ক্যামেরা সত্য ও ন্যায় নিষ্ঠার পথে চলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার ক্ষমতা রাখেনা।

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সকল কলম সৈনিকদের একই কথা আমরা মুক্ত স্বাধীনভাবে সাংবাদিকতা করে সমাজের সকল অপসংস্কারকে উন্মোচন করতে চাই তাছাড়া মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের মাধ্যমে রুখে দিতে চাই।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রাটি খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বেরিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় খুলনার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST