ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে সীমাহীন।

দেশ চ্যানেল
August 26, 2025 11:25 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। ১০ থেকে ১৫টি করে কুকুরের দল খুলনা শহরের বিভিন্ন এলাকায় অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে।

স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, চাকরিজীবি, ও পথচারীসহ সাধারণ মানুষকে তাড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে এসব কুকুর। দীর্ঘদিন ধরে সরকারিভাবে কুকুরের বন্ধ্যাত্বকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া আইনের কারণেও পৌর কর্তৃপক্ষ কুকুর অপসারণের কাজ করতে পারছে না। এ কারণে দিনকে দিন বেড়েই চলছে কুকুরের উপদ্রব।

রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকে দশ থেকে বারোটা বেওয়ারিশ কুকুর। একটি কুকুর তেড়ে এলে তার সঙ্গে আসে এক পাল কুকুর। এতে পথচারীদের ত্রাহি অবস্থা। এ অবস্থা চলছে শহরজুড়ে।

চা দোকানদার নুর নবী বলেন, কুকুরের কারণে ভয়ের মধ্যে থাকেন। দোকানে আসা গ্রাহকদের কাছাকাছি চলে আসে এবং ঘেউ ঘেউ করে। এতে আমাদের ব্যবসার খুব ক্ষতি হয়। তাছাড়া এসব কুকুর দোকানের জিনিস পত্র নষ্ট করে ফেলে বলে জানান তিনি।

এক চাকরিজীবী বলেন, শহরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ খুব জরুরী হয়ে পড়েছে। প্রতিটি মহল্লার অলিগলিতে কুকুরের ঝাঁক দেখা যায়। এসব কুকুরের কারণে ঠিক মতো গাড়িও চালাতে পারি না। কয়েকদিন আগে আমার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ডলফিন মোড়ে যাচ্ছিলাম। গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ একটি কুকুর আমার গাড়ির উপর এসে ধাক্কা খায়। এমন পরিস্থিতিতে আমার নিজের জীবন যেতে পারতো। আল্লাহর রহমতে তখন কোনরকম বেঁচে যাই।

পথচারীরা জানান, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধির কারণে শহরে রাস্তায় চলা দায়। পথে দলবদ্ধ আগ্রাসি কুকুর নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় পথচারীদের। এখনই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে প্রতিনিয়তই কুকুরের তাড়া খেতে হবে তাদের। তবে এখনো দিনে পথ চলা কিছুটা স্বাভাবিক থাকলেও চলে যায় কুকুরের দখলে। অর্থাৎ রাতের রাস্তা থাকে বেওয়ারিশ কুকুরের দখলে।

শহরবাসীর জন্য আতঙ্কের বিষয় হচ্ছে জলাতঙ্ক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি শহরবাসীর।

বেওয়ারিশ কুকুর আশঙ্কাজনকভাবে বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর কোন ভুমিকা নেই ।

পৌরসভার এক কর্মকর্তা জানান, সরকারিভাবে সরবরাহ করা ভ্যাকসিনও এখন তাদের দেয়া হয়না। এ ব্যাপারে তাদের কিছু করার নেই। জন্মনিয়ন্ত্রণ ভ্যাকসিন না থাকায় তারা কিছু করতে পারছেন না।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  কুকুরের প্রজনন নিয়ন্ত্রণ করার মতো কোন কার্যকর ব্যবস্থা আমাদের নাই। তবে বেওয়ারিশ কুকুর নিধনে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট কোন সংস্থা চাইলে আমরা দিই।

আমাদের দপ্তরের মাধ্যমে কুকুর নিধন বিষয়ে কোন কার্যক্রম করা হয় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST