বিপ্লব সাহা,খুলনা ব্যুরো :
খুলনার ভৈরব নদীর ৭ নম্বর ঘাট এলাকা থেকে প্রকৌশলী চায়না নাগরিকের মৃত্যু দেয় উদ্ধার।
ঘটনার তথ্য বিবরণে জানা গেছে নির্মানাধীন ৮০০ মেগাওয়াট সিসিপিপি প্রজেক্ট এর রূপসা বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী চীনা নাগরিকের নিখোঁজ এর একদিন পর নগরীর ভৈরব নদী থেকে তার মৃত্যুতেদেহ উদ্ধার করেছে পুলিশ রহস্যজনক মৃত্যুর বিভিন্ন কূলু খুচ্ছে প্রশাসন।
প্রকল্প সূত্রে জানা গেছে নিহত ওয়াং সিআও লুইনাম উল্লেখিত প্রজেক্ট এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি গত ২৪ আগস্ট বৃহস্পতিবার চুল কাটার উদ্দেশ্য প্রজেক্ট থেকে বের হয়ে গতকাল ২৫ আগস্ট পর্যন্ত প্রজেক্টে না ফিরে আসায় প্রজেক্টের অন্যান্য সহকর্মীরা তাকে আশেপাশের বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় একপর্যায়ে এ ব্যাপারে নগরীর খালিশপুর থানায় একটি জিডি নথিভুক্ত করা হয়।
তবে নিখোঁজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চায়না নাগরিকের মৃত্যু দেহ আজ ২৬ আগস্ট শনিবার দুপুরে ভৈরব নদীর সাত নাম্বার ঘাট এলাকা থেকে নৌ পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠালে ঘটনাটি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক জানতে পেরে ঘটনা স্থল পরিদর্শন শেষে উদ্ধারকৃত মৃতদেহ দেখতে মর্গে যান।
রহস্যজনক অনাকাঙ্ক্ষিত এই মৃতুর ঘটনাকে এমপি কমিশনার বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এই ঘটনার সত্যতা ও সম্পৃক্ততা অবশ্যই খুজে বের করা হবে।
তবে মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা মৃতদেহ থেকে অধিক রক্ত ক্ষরণ দেখে বোঝা যাচ্ছে ময়নাতদন্তের পরে ঘটনার প্রকৃত জট খুলবে।
এ সময় তিনি আরো বলেন আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের প্রচেষ্টা তা অব্যাহত রেখে অভিযান চালানো হচ্ছে প্রকাশ্য ও নেপথ্যে থাকা দুষ্কৃতকারীদের মুখোশ উন্মোচন করে আইনের সোপর্দ করা হবে।