ঢাকাFriday , 4 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেডবাবু গোলাবারুদ আগ্নেয় অস্ত্র নগদ অর্থ সহ আটক ৩।

দেশ চ্যানেল
April 4, 2025 8:01 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনায় যৌথ বাহিনীর অভিযানের সফলতার তৃতীয় ধাপে গতকাল বৃহস্পতিবার রাত একটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে

খুলনার অন্যতম চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান চা‌লি‌য়ে গ্রেনেড বাবুসহ তার অন্যতম দুই সহযোগী তার ম্যানেজারের মা সুষমা সাহা গ্রেনেড বাবুর পিতা মিন্টু চৌধুরী ও ছোট ভাই রাব্বি এবং তার আগে গ্রেনেড বাবুর বাসায় তল্লাশি করে প্রচুর পরিমাণে গোলাবারুদ নগদ অর্থ প্রায় অর্ধ কোটি টাকা ও আগ্নেয়াস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী।

এ সময় খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম দেশ চ্যানেলকে ঘটনার বিবরণ দিয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য বাড়িতে পুলিশ, নৌবাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা ১ টি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ অর্ধ কোটি টাকা উদ্ধার করা হয়। এরপরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কা‌ছে একটি মন্দিরের পাশে ওই সন্ত্রাসীর ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকার এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের মাকে আটক করে থানায় নেওয়া হয়ে‌ছে। তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় খুলনা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে । ওই মামলায় গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি চৌধুরী এবং তার পিতা মিন্টু চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হবে। আর সৌরভ এবং সোহাগের মা সুষমা রানী সাহাকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি চলছে। এ সময় গ্রেনেড বাবুর আশেপাশের প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন গ্রেনেড বাবু শীর্ষ সন্ত্রাসি তার উৎপাতে নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল তবে আজ তাকে আটকের পরে নগরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে আমরা আশা করবো এমন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীরা আইনের কোন ফাক ফোকোর থেকে কোনোক্রমে যেন বেরিয়ে এসে আবার মাথাচাড়া দিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করতে না পারে পাশাপাশি এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অন্য সন্ত্রাসীরা কিছুটা হলেও ভয় পাবে বলে আমরা মনে করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST