বিপ্লব সাহা,খুলনা ব্যুরো:
বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত যেমন অগ্নিকান্ড সড়ক দুর্ঘটনা লঞ্চ ডুবি বিল্ডিং ধ্বসে আটকা পড়া মানুষদের উদ্ধারে সর্বদা নিবেদিত প্রাণ।
তারই অংশ হিসেবে খুলনা টুটপাড়া ইউনিট এর উদ্যোগে সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্য সহযোগী কর্মকর্তাদের সাথে নিয়ে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা নগরীর ৮১ স্যার ইকবাল রোডস্থ আকতার চেম্বার মার্কেটে অগ্নি নির্বাপন মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অগ্নি নির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা আক্তার চেম্বার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর মোল্লা।
এ সময় আক্তার চেম্বার মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের উপস্থিতিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে নির্বাপন করতে হবে তার বেশ কিছু দিক তুলে ধরে মার্কেট অভ্যন্তরে সরজমিনের গ্যাস সিলিন্ডারে এবং অন্যান্য অগ্নিকাণ্ডের সরঞ্জামাদি উপস্থিত রেখে দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে সাহসিকতা ও বুদ্ধি বলে কিভাবে অগ্নিকান্ডর হাত থেকে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষনে অংশগ্রহণ করেন মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর মোল্লা সাজকো টেলার্স এর কর্মকর্তা পুঞ্জিব ফ্যাব্রিক প্লাসের কর্মচারী মোঃ বিল্লাল হোসেন সমাহার ক্লথ স্টোরের কর্মচারী মানিক সাহা সহ আরো অনেকে।
এর আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটের প্রতিটি দোকানে ঘুরে ঘুরে ফায়ার সার্ভিসের জরুরি টেলিফোন নাম্বার স্ট্যাম্প প্যাড সিল প্রত্যেক দোকানের প্যাড দিয়ে বলেন যে কোন দুর্ঘটনার সাথে সাথে এই নম্বরে ফোন করলে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী সর্বদা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।
তাছাড়া সিনিয়র স্টেশন অফিসার আরো বলেন যেকোনো দুর্ঘটনায় আমরা আপনাদের পাশে প্রস্তুত থাকা সত্ত্বেও মার্কেটে জরুরী প্রয়োজনীয় হিসেবে আপনাদের কিছু উপকরণ রাখা প্রয়োজন যার মধ্যে রয়েছে ডিসিপি পাউডার সিওটো গ্যাস এবং ফোম স্প্রে।
যা আপনাদের প্রাথমিক পর্যায়ে কিছুটা হলেও সহযোগী হিসেবে কাজ করবে।
তাছাড়া মর্কেট অভ্যন্তরে যে সকল বৈদ্যুতিক তারগুলো এলোমেলো ও নেকেট অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সুন্দর নিরাপদ ভাবে রাখার দায়িত্ব আপনাদের।
পরে মার্কেট কর্তৃপক্ষের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে অর্ধ ঘন্টা ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করেন।