বিপ্লব সাহা,খুলনা ব্যুরে:
হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা নগরীর ৮টি থানা এলাকায় মোট ১৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে নগরীর আটটি থানাতে এই সম্প্রদায়ের মানুষেরা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা মহাসামরাহের সাথে পালন করতে পারে সেক্ষেত্রে প্রশাসনিক ভাবে কঠোর নজরদারির মধ্যে রেখে সকল বিষয়ে নিছিদ্রনিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সার্বক্ষণিকভাবে তদারকি করবে পুলিশ র্যাব আনসার বিজিবি।
প্রতিটা পুজা মণ্ডপ এলাকা সিসি ক্যামেরা অন্তর্ভুক্তরেখে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করবে
কেএমপির প্রশাসনিক কর্মকর্তাগণ।
বিষয়টি পূজা উদযাপন কমিটির পরিচালনা পর্ষদ কে জানিয়েছেন কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হক।
এ সময় খুলনা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর একটি স্মারকলিপি প্রদানকালে দেশের বিভিন্ন প্রান্তে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা তথ্য তুলে ধরে বলেন প্রতিবছরই শারদীয় দুর্গাপূজা আসার পূর্ব মুহূর্তের প্রতিমা তৈরি করলে কিছু কতিপয় সন্ত্রাসী অসাম্প্রদায়িক মানুষেরা প্রতিমা ভাঙার ঘটনা ঘটিয়ে থাকে।
তাছাড়া পূজা চলাকালীন সময়েও দর্শনার্থীদের প্রতিমা দর্শন ও আনন্দ উপভোগের বিঘ্ন ঘটায়ে ধর্ম ও পরিবেশের ভাবমূর্তি নষ্ট করে থাকে।
অতএব এ সকল বিষয়ের উপরে প্রশাসনিক ভাবে হস্তক্ষে কামনা করে খুলনা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে পুলিশ কমিশনার বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং উৎসব পালন করার ক্ষেত্রেও কারো কোনো বাধা নেই তবে অপ্রীতিকর নেককারজনক ঘটনার সাথে যারা সম্পৃক্ত থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং আনন্দ উপভোগ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করা হবে।