বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
খুলনা আঞ্চলিক নির্বাচনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক বিভাগের ভোটারের সংখ্যা তথ্য অনুযায়ী
আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৮ টি বিভাগের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চলীয় খুলনা বিভাগের দশ জেলার ৩৬ সংসদীয় আসনে এক কোটি ৩৪ লাখ ৪৬ হাজার ৭৮৩ জন ভোটারের সঠিক সংখ্যা তথ্য উঠে এসেছে।
যার মধ্যো পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ লাখ ৪৬ হাজার ৪৯১ জন ও নারী ভোটার ৬৭ লাখ ২০৫ জন আর এ সকল ভোটারদের ভোট গ্রহণের লক্ষে সবকটি এলাকার ভোট কেন্দ্র প্রস্তুত নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশনারের পর্যবেক্ষক দল।
তার মধ্য ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে চার হাজার ৯৮৪ টি এবং ভোট কক্ষ ৩০ হাজার ২৫৩ টি।
আর এ সকল কেন্দ্র গুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলতে প্রযুক্তিগত ভাবে সিসি ক্যামেরার আওতায় রেখে এবং সকল শ্রেণীর প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক নিঃছিদ্র নিরাপত্তায় যাতে সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শতস্পূর্তভাবে ভোট গ্রহণ করার ক্ষেত্রে কোন ত্রুটি বিচ্যুতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কার্যক্রম সম্পূর্ণ হওয়ার কথা নিশ্চিত করে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান খুলনা বিভাগের ৩৬ টি সংসদীয় আসনের মধ্যো দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা ৩২২টি।
যার মধ্য বৈধ ২২৮ টি বাতিল ৯৪ টি ও প্রত্যাহার করা হয় ৩৮ টি মনোনয়নপত্র। বিভাগের ১০ জেলায় ৩৬ টি আসনের প্রদন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৩৬ জন। তার মধ্য খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ১৬ হাজার ৩৫৭ জন, এবং নারী ভোটারের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৫৯৪ জন,হিজড়া ভোটারের সংখ্যা মাত্র ১৪ জন। জেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৫২০ টি ও ভোট কক্ষের সংখ্যা ৩২৪২টি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩৯ জন। এদিকে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার ৮৬ জন, নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৩৭ হাজার ৪০ জন, হিজড়া ভোটারের সংখ্যা ৮ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৮৮টি ও ভোট কক্ষের সংখ্যা২৭ ৯৬ টি। প্রতিদন্ধী প্রার্থীর সংখ্যা ২৬ জন। সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন, নারী ভোটারের সংখ্যা ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন, হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬০২ টি ও ভোট কক্ষের সংখ্যা ৩৭১৮ টি প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা ৩০ জন। যশোর জেলায় ছয়টি সংসদীয় আসনে ভোটের সংখ্যা ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ভোটারের সংখ্যা ১১ লাখ ৬২ হাজার ৯৫৩ জন, হিজড়া ভোটারের সংখ্যা ১৫ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৮২৫টি ও ভোট কক্ষের সংখ্যা ৫২১৭টি।প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩২ জন। নড়াইল জেলায় দুইটি সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৪১ হাজার ১৩২ জন।যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ২১ হাজার জন, নারী ভোটারের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১২৯ জন,হিজড়া ভোটারের সংখ্যা ৩ জন।জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২৫৭ টি ও ভোট কক্ষের সংখ্যা ১৪৪১টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৪ জন। মেহেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন।পুরুষ ভোটারের সংখ্যা ২লাখ ২৭ হাজার ৪৯ জন, নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৯১৫ জন, হিজড়া ভোটারের সংখ্যা ২ জন।জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ২৩৭টি ও ভোট কক্ষের সংখ্যা ১২৯৮ টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৩ জন। ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১৫ লাখ ১ হাজার ৪৮০জন।যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার ৬৭০ জন, নারী ভোটারের সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ৭৯৮ জন, হিজড়া ভোটারের সংখ্যা ১২ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৫৮৫টি ও ভোট কক্ষের সংখ্যা ৩৪২১টি।প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৬ জন। কুষ্টিয়া জেলার ৪ টি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন, নারী ভোটারের সংখ্যা ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন, হিজড়া ভোটারের সংখ্যা ৮ জন। জেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ৫৭৮ টি ও ভোট কক্ষের সংখ্যা ৩২২৩ টি।প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৩১ জন। চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৭৯২ জন,নারী ভোটারের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ২৭৮ জন, হিজড়া ভোটারের সংখ্যা ৮ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪টি ও ভোট কক্ষের সংখ্যা ২২২টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৫ জন। মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে ভোটারের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৯২০ জন। যার মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন,নারী ভোটারের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৭১০ জন , হিজড়া ভোটারের সংখ্যা ৫ জন। জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৫ টি ও ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৫৯৭ টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১০ জন।
পাশাপাশি খুলনা বিভাগের ১০ জেলায় ১০ জন রিটানিং কর্মকর্তা, ৭১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা,৪ হাজার ৯৮৪ জনে প্রিজাইডিং কর্মকর্তা ও ৬০ হাজার ৫০৬ জন কলিং কর্মকর্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।