তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক টি এ আঞ্চলের ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে অন্যতম। এ সড়ক টি সাতক্ষীরা জেলার উপর দিয়ে গিয়ে ভোমরা স্থল বন্দর হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করেছে। প্রতিদিন এই সড়কে ভারতসহ বিভিন্ন এলাকা থেকে পণ্যবাহী অসংখ্য গাড়ি চলাচল করে কিন্তু জিরো পয়েন্ট এলাকা থেকে চুকনগর বাজার পর্যন্ত এই মহাসড়কের অসংখ্য জায়গায় পিচ ফুলে রাস্তা উচু হয়ে গিয়েছে এবং অসংখ্য ছোট বড় খাদ/গর্ত রয়েছে। যা রাতের বেলায় গাড়ি চালানোর সময় দেখা যায় না। ফলে এই এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে। বিশেষ করে বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে বেশি পড়ছে। ফলে রাস্তাটি দ্রুত সংস্কার করা জরুরী মনে করে স্থানীয়রা উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।এ বিষয়ে সওজ খুলনা এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বলেন,বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।আমাদের সংষ্কার প্রকল্পের কাজ চলমান রয়েছে।আবহাওয়া একটু ভালো হলেই কাজ শুরু করা হবে।