গভীর রাতে সাজেক ভ্রমন এর জন্য রওনা দিলেন, দেশ চ্যানেলের সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন ইকবাল

Spread the love

মোঃসাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী।

যশোরের ঝিকরগাছা উপজেলা দেশ চ্যানেলের সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন ইকবাল, সহ তার সহযোগী তিন বন্ধু মিলে আজ ৩০/০৬/২০২৩ তারিখে রাত ৩ টার সময় সাজেক ভ্রমন এর জন্য বের হয়েছে, তার সহযোগী তিন বন্ধু এক জন বিশিষ্ট মুরগী ব্যাবসাহিক, আর এক জন বিশিষ্ট মোবাইল ব্যাবসাহিক, আর এক জন মাদ্রাসা ছাত্র সাথে কলেজের ইস্টুডেন।
অনেক দিনের স্বপ্ন আর ইচ্ছে ছিল পাহাড়ি এলাকায় ভ্রমন করা আর ভিডিও ধারণ করে ইউটিউবে প্রকাশ করা। আজ নয়, কাল এমন করে করে কয়েকটি বছর পার হয়ে গেছে, গত বছর এই সময় সাজেক ভ্রমন এর জন্য সব কিছু রেডি করেও যাওয়া  সম্ভব হয়নি, এর কারণ ছিলো গতবছর এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়ে ছিল, এই বন্যান্থাতোদের পাশে দেশ ও দেশের বাহির হইতে হাজার হাজার মানুষ সাহায্য হাত বাহিরে দিয়ে ছিল, মোঃ সাদ্দাম হোসেন ইকবাল ও এই হাজার হাজার মানুষ এর মধ্যে হতে একজন।
নিজ অর্থ সহ বন্ধু মহল থেকে এবং বিভিন্ন জায়গায় থেকে কিছু টাকা সংগ্রহ করে, নিজে এই সেই কুরবানির ঈদের পরের দিন রাত ৩ টার সময় কুড়িগ্রামের বন্যান্থায় দের মাঝে গিয়ে নিজ হাতে হাজার হাজার টাকা বিতারন করে এসেছিল। চলতি বছর রোজকার ঈদের পরে যাবার জন্য তৈরি হয়ে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যাবার কারণে যাবা সম্ভব হয়নি, পরে সুন্দর বন জঙ্গল ঘুরে এসেছিল।
এবার অনেক বাধা আর বিপত্তি উপেক্ষা করে ৪ জন ২ টা বাইক নিয়ে রাত ৩ টার সময় বের হয়ে পড়েছে, সকলের কাচে নিরাপদ সফরের জন্য দোয়ার আবেদন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *