বেড়া উপজেলা প্রতিনিধি।
“বেড়া” পাবনা জেলার অন্তর্গত একটি উল্লেখযোগ্য উপজেলার নাম।
এখানে ধনী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণীর লোকের বসবাস। এই অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ অত্যন্ত দরিদ্রতার মাঝে দিনপাত করে, যাদের বেশির ভাগই ভালো ডাক্তারি সেবা পাওয়া থেকে অনেকটা বঞ্চিত। এই সকল অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে যিনি তার জন্মভূমি নিজ এলাকা বেড়া উপজেলায় একটি পূর্ণাঙ্গ ক্লিনিক প্রতিষ্ঠা করেন, তার নাম “ডাক্তার আব্দুল বাসেত খান”।
আমরা জানি যে ক্লিনিক মানেই চিকিৎসার নামে বাণিজ্য। কিন্তু তার এই চিকিৎসা কেন্দ্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো।
প্রতিদিন তিনি তার এই ক্লিনিকে ১৫০-২০০ পর্যন্ত রোগী দেখেন।
তার এখানে যে শুধু দরিদ্র রোগীরাই আসে তা নয় উচ্চবিত্ত থেকে শুরু করে সব ধরনের রোগীরাই তার এখানে আসেন তার চিকিৎসা খ্যাতির জন্য। পূর্ণাঙ্গ ক্লিনিক হওয়ায় এখানে যাবতীয় টেস্টের ব্যবস্থাও আছে।
আগত রোগীদের ডাক্তার সাহেব বিনামূল্যে অথবা নামে মাত্র মূল্যে প্রতিদিনই অসংখ্য রোগীকে সেবা দিয়ে থাকেন। শুধু তাই নয় কিছু কিছু রোগীকে তাদের অবস্থার বিবেচনা করে প্রয়োজনীয় যাবতীয় টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা করেন এবং বিনামূল্যে রোগী দেখেন। শুধু তাই নয় তাদের কাউকে কাউকে ওষুধ পর্যন্ত কিনে দেন এমন ঘটনা প্রতিদিনই হর হামেশা ঘটে। গরিব-দুঃখী ও মেহনতী মানুষের প্রতি তার এই উদারনীতি ও ভালোবাসা সুলভ মনোভাবের জন্য তাকে সবাই গরিবের ডাক্তার বলে ডাকেন।
আল্লাহ এই সাদা মনের মহান হৃদয়ের মানুষটাকে নেক হায়াত দান করুন। যে মানুষদের তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন সেই মানুষের জন্য আল্লাহ তাকে কবুল করুন।