মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় গরু বোঝাই একটি নছিমন গাড়ী উল্টে আব্দুল্লাহ(১৫)নামের এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকাল আনুমানিক প্রায় বিকাল ৪টার দিকে ঢাকা-বিশনন্দী সড়কের বগাদী-কল্যান্দী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত আব্দুল্লাহ একই গ্রামের নুরু মিয়ার ছেলে এবং খাসের কান্দী গ্রামের গরু ব্যবসায়ী জয়নালের সঙ্গে থেকে শ্রমিক হিসেবে কাজ করতো। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানাযায়-ঘটনার সময় ভুলতা থেকে একটি নম্বর ও অনুমোদনহীন নছিমন দিয়ে আব্দুল্লাহ মালিকের সাথে গরু নিয়ে খাসের কান্দী যাচ্ছিল।ঐ সময় বগাদী-কল্যান্দীর মোড়ে গাড়িটি ঘুরাতে গেলে উল্টে পাশের খাদে পড়ে যায়।এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে একটি গরু মারা যায়।ঘটনার সাথে সাথে চালক পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।