মোঃমোখলেছার রহমান, গাবতলী (বগুড়া):
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ববিতা বেগম(৩৮) গ্রেফতার হয়েছেন।২৯ নভেম্বর বুধবার পুলিশ তাকে ওয়ারেন্টমূলে অপহরণ মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃত ববিতা বেগম গাবতলী উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের কুরিরপাড়া গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী এবং গত নির্বাচনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সদস্য নির্বাচিত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এিদিপ কুমার বলেন,গত ৯ মাস পূর্বে আমতলীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে পারভেজ (২২) অপহরণের শিকার হয়। এ ঘটনায় পারভেজের মা পারুল বেগম বাদী হয়ে ইউপি সদস্য ববিতা বেগমসহ ৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।ওই অপহরণ মামলার ওয়ারেন্টমূলে ২৯ নভেম্বর ববিতা বেগম কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।