আবুজর গিফারী
পাবনার বেড়া উপজেলায় কৃষি প্রণোদনার ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় বেড়া উপজেলা কৃষি অফিস থেকে ৮০ জন কৃষকের মাঝে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি পেঁয়াজের দানা, ডি এ পি সার ২০ কেজি, এম ও পি সার ২০ কেজি, পলিথিন, সুতলি, দড়িসহ প্রয়োজনীয় বাঁশ এবং শ্রমিক বাবদ ২০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। আজ সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তা এ তথ্য প্রদান করেন। তিনি আরো বলেন, প্রতিবিঘাতে পিঁয়াজের ফলন ৮০ মন থেকে ৯০ মন হয়েছে। শুধু যে পেঁয়াজের ফলনই ভালো হয়েছে তা নয়, পেঁয়াজের মানও খুব ভালো। যার ফলে পেঁয়াজ চাষিরা খুব খুশি। এক প্রশ্নের জবাবে বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা, নুসরাত কবির বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি কৃষক বান্ধব সরকার। তাই সরকার তথা কৃষি দপ্তর সব সময় কৃষকের সঙ্গেই থাকবে।