আব্দুল্লাহ আল মামুন পিন্টু, জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ঘাটাইল-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমানুর রহমান খান রানা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।
ছাত্র রাজনীতির মধ্যদিয়ে পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই মনোনীত করবে বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ভোটারদের সমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। আর সম্ভাব্য প্রার্থীদের একজন আমানুর রহমানখান রানা। তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
অতিতে রানা দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা ছিলেন।তিনি দলের দূ:সময়ে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আন্দোলন, সংগ্রামে রাজপথের এই ত্যাগী নেতাকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনায়ন প্রদান করা হলে দলের কার্যক্রম আরো বেগবান হবে এবং তার অবদানকে সঠিক মূল্যায়ন করা হবে।
আমানুর রহমান খান রানা সাংগঠনিক দক্ষতা, সততা, সামাজিক কর্মকাণ্ড ও ভিন্নধর্মী প্রচারণার কারণ বিবেচনা করে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে রানাকে ঘাটাইল-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবে।
ঘাটাইল-৩ আসনে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন মহল, সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁকে নিয়ে চলেছে আলোচনা সমালোচনার ঝড়। পাশাপাশি এই আসনের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রানাকে নিয়ে অন্য প্রার্থীদের মধ্যে চলছে চুল ছিঁড়া বিশ্লেষণ ।তাদের মতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমানুর রহমান খান রানা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করলে অনায়াসে নৌকার বিজয় নিশ্চিত হবে বলে জানান সাধারন জনগণ।
সভায় বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতালিব হোসেন, মো. সাইফুর রহমান মিনজু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরিফ হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মুহাম্মদ শাহজাহান, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মুটু, রসুলপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহবুব-উল- হক মাছুূদ, উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, ইউপি সদস্য মোর্তোজ আলী প্রমুখ।
উপজেলার রসুলপুর ইউনিয়নের মাষ্টারবাড়ি মোড়ে অনুষ্ঠিত সভায় ইউপি আ.লীগের যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন মুকুলের সঞ্চালনায় উপজেলার নেতাকর্মীরাও বক্তব্য দেন।