মোঃ আরফাতুল ইসলাম,কক্সবাজার জেলা প্রতিনিধি,
চকরিয়া জমজম হাসপাতালে বন্যা দূর্গতদের জন্য তিন দিনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রায় ১২শত রোগাক্রান্ত নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব, গোলাম কবির।
তিনি বলেন, চকরিয়ায় টানা ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে বানের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্যা পরবর্তী রোগাক্রান্ত হয়ে পড়ে অসংখ্য মানুষ। তা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ গত ১২ আগষ্ট থেকে ১৪ আগষ্ট তিনদিন ব্যাপী ৪জন মেডিকেল অফিসার (এমবিবিএস) ও বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়। এতে গরীব, অসহায় দরিদ্র পরিবারের প্রায় ১২শত বিভিন্ন রোগে আক্রান্ত নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। তিনি ভবিষ্যতেও যেকোন দূর্যোগে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                