মোঃ আরফাত সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:
সোমবার (৭অক্টোবর) ১২টায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ঝড়ঝড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশা ও হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ আহত ৮ মাসের শিশু কন্যা নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান মা-খালাদের সাথে নানার বাড়ীতে বেড়াতে যাওয়ার পথে, সিএনজি অটোরিকশা ও হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জনগুরুতরু আহত হয়েছে ও একজন (৮) মাসের শিশু নিহত হয়েছে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখার কর্তব্যরত চিকিৎসক আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন আহতরা হলেন শাহিদা(৪০) শাহিন(৩০) সুমাইয়া(২৫) আমিন(৩৩)রিফা মনি (১৫) ইয়াছিন(১০) রশিদা(৭০) মুজাহিদ(৩০) মনসুর(৪০)ও নিহত শিশু মালিহা (৮) মাসের জানান
যাত্রী ৬ মাস বয়সী শিশু মারিয়া। নিহত মারিয়া চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মোহছনিয়াকাটা গ্রামের নুরুল আমিনের মেয়ে। অটোরিকশার চালকসহ ৫ যাত্রী ও হানিফ বাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়।
এ তথ্য নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, সকাল পৌনে ১২ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিলো হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী সিনএনজি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।