মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা, প্রতিনিধি।
চকরিয়ার পৌরসভার হালকাকারা ২নংওয়ার্ড ২টি বাড়ি আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১.৩০টায় সময় চকরিয়া
পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিক খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন,২ টি ইউনিট ঘটনাস্থলে
এস১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ২টি বাড়ি মালিক পৌরসভার ২ নং ওয়ার্ড মৌলভীরচর এলাকার নুরুল আলম মেস্ত্রীর পরিশ্রমের টাকাসহ বিভিন্ন জনের কাছ থেকে দেনা-পাওনা করে দুই কক্ষবিশিষ্ট একটি বাড়ি তৈরি করেন। সেখানে দুই পরিবারের ছয়জন বসবাস করে আসছে। কিন্তু আজ দুপুরের দিকে হঠাৎ করেই তাদের বসতবাড়িতে আগুন লাগে। এমনকি মুহূর্তের মধ্যে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান-পুড়ে যাওয়া ২ টি ঘরে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার আসবাবপত্র রয়েছে এবং কোন ধরনের প্রাণহানি হয়নি এদিকে ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণে সক্রিয় না হলে আরো একাধিক পরিবারে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল বলে জানান পরিবারের সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানালে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে