মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলীর বিল এলাকায় মাইক্রোবাসও পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ডাঃ সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো(৩০) তিনি লোহাগাড়া: উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ শাহজাহান চৌধুরীর ৪র্থ সন্তান। বিষয়টি নিশ্চিত করে পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক ডাঃ সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো
তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার হিসাবে
কর্মরত ছিলেন এবং চট্টগ্রাম বায়তুশ শরফ মাদ্রাসার সাবেক মেধাবী ছাত্র ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, একটি পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় সৈয়দুল উমাম চৌধুরীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।