মোখলেছুর রহমান মনির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ২য় দফায় ভোট গ্রহন। ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ২০২৪। সকাল ৮ ঘটিকায় ভোট গ্রহন শুরু হয় এবং বিকাল ৪ ঘঠিকায় শেষ হয়। ভোট গ্রহন শেষে এই উপজেলায় সর্বমোট ১৬৬ টি ভোট কেন্দ্রের ফলাফল প্রাথমিক ভাবে প্রকাশ করেন সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ। অত্র উপজেলায় মোট ১৬ টি ইউনিয়ন ১টি পৌরসভা সর্বমোট ৪,৭৮,৭০২ জন ভোটার এর মধ্যে ভোট প্রদান করেন
প্রায় ১,৬১,০০০ জন শতকরা ৩৩.৩৬% হারে জনগন তাদের ভোটা প্রদান করেন।
চেয়ারম্যান ৪ জন প্রার্থীকে ভোট প্রদান করেন (১) মোঃ গোলাম কিবরিয়া আনারস প্রতিক ৪২২৯ জন ভোটার (২) মোহাঃ জামাল হোসেন পলাশ মশাল প্রতিক ১২৪৯ জন ভোটার (৩) মোঃ মহাসীন আলী মিয়া মোটরসাইকেল প্রতিক ৬৭০২০ জন ভোটার (৪) সৈয়দ নজরুল ইসলাম কাপ- পিরিচ প্রতিক
৮১৮৩০ জন ভোটার ভোট প্রদান করেন। সৈয়দ নজরুল ইসলাম কাপ- পিরিচ প্রতিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহাসীন আলী মিয়া মোটরসাইকেল প্রতিক এর ১৪৮১০ জনের ভোট বেশী পেয়ে বিজয়ী ঘোষনা করেন।
ভাইস-চেয়ারম্যান ৪ জন প্রার্থীকে ভোট প্রদান করেন (১) মোঃ রবিউল খান নয়ন টিউবওয়েল প্রতিক ৬২৬২৬ জন ভোটার (২) মোঃ শামীম রেজা তালা প্রতিক ৪০০৭৯ জন ভোটার (৩) মোঃ আল মামুন টিয়া পাখি প্রতিক ৩৯৭৪১ জন ভোটার (৪) মোঃ ইব্রাহিম মাইক প্রতিক ৭৮২৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। মোঃ রবিউল খান নয়ন টিউবওয়েল প্রতিক কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামীম রেজা তালা প্রতিকের চেয়ে ২২৫৪৪ জনের ভোট বেশী পেয়ে বিজয়ী ঘোষনা করেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান ৩
জন প্রার্থীদের ভোট প্রদান করেন (১) মোসাঃ নুরজাহান ফুটবাল প্রতিক ৪৬০৯৯ জন
ভোটার (২) মোসাঃ মুসলেমা খাতুন কলস প্রতিক ৪৪৬৫৪ জন ভোটার (৩) মোসাঃ শিউলী বেগম প্রজাপতি প্রতিক ৫৮৫২০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। মোসাঃ শিউলী বেগম প্রজাপতি প্রতিক কে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ নুরজাহান ফুটবাল প্রতিকের চেয়ে ১২৪২১ জনের ভোট বেশী পেয়ে বিজয়ী ঘোষনা করেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                