চালের টিন কেটে সৈয়দপুরে জমজম ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি - দেশ চ্যানেল
ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • চালের টিন কেটে সৈয়দপুরে জমজম ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি

    দেশ চ্যানেল
    January 10, 2024 12:40 pm
    Link Copied!

    মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

    চালের টিন ও লোহার গ্লীল কেটে সেলিং ভেঙে দড়ি দিয়ে ঝুলে দোকানে ঢুকে ৪ লাখ টাকার ওষুধ ও ক্যাশ ভেঙে নগদ ১ লাখ চুরি করে নিয়ে গেছে চোর। মঙ্গলবার দিবাগত রাতে নীলফামারীর সৈয়দপুরে শহরের প্রাণ কেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়কের জমজম ফার্মেসীতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ারী) সকালে দোকান খুলে চুরির বিষয়ে জানা যায়।

    ফার্মেসীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, চোররা মুখোশ পরিহত ছিল। যা দোকানের সিসি ক্যামেরায় ধারণ হয়েছে। তারা পেছন দিয়ে চালে উঠে টিন ও এঙ্গেল কেটে নেমে সিলিংয়ের প্লাস্টিকের পাটাতন সরিয়ে দড়ি ঝুলিয়ে তা দিয়ে দোকানের ভিতরে ঢুকেছে। ক্যাশবাস্ক ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৪ লাখ টাকার দেশী-বিদেশী ওষুধ চুরি করছে।

    তিনি বলেন, সকালে দোকান খুলেই দেখি সব এলোমেলো। উপরের দিকে তাকাতেই চোখে পড়ে সিলিং ও চালের টিন ফাঁকা। এতেই বুঝতে পারি চুরি হয়েছে। সাথে সাথে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করলে সৈয়দপুর থানার এস আই গোপাল চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মামলা করা হবে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, চুরির ঘটনা জানতে পেরে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ফার্মেসী মালিক লিখিত অভিযোগ করলে আমরা পদক্ষেপ নিবো। ইতোমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। যতদ্রুত সম্ভব এই চুরির রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST