চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা প্রিন্স প্লাজার সামনে শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে উপস্থিত হয়। সম্প্রতি চুয়াডাঙ্গার শহীদ আবুল কাশেম সড়কের একটি মোবাইল ফোনের দোকানে সকাল বেলা প্রায় ৩৫ লাখ টাকার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।তার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন শহরে ক্রমাগত চুরির ঘটনা বাড়লেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। চোর শনাক্ত হলেও তাদের গ্রেফতার কিংবা চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের সফলতা তেমন নেই।নাফি টেলিকমের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন বলেন, ক্রমাগত চুরির ঘটনা আমাদের নিরাপত্তাহীনতার বার্তা দিচ্ছে। আমার অন্য দোকানেও চুরির ঘটনা ঘটেছে। দু’দিন আগে আমার দোকানে ২৮ লাখ টাকার মোবাইল ও নগদ ৭ লাখ টাকার চুরি হয়েছে। সব মিলিয়ে ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিরাপত্তার ঘাটতি রয়েছে। পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে হবে। না হলে চুরি-ডাকাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। খুব শিগগিরই চোরচক্রকে সনাক্ত করে গ্রেফতার করা হবে।