হাফিজুর রহমান কাজল , চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ৪৭ বোতল ফেন্সিডিলসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, রবিবার সকালে চুয়াডাঙ্গা রেল বাজার মাছের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের শহিদুল আলীর ছেলে শিমুল আলী (২৩) ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাহিদ জোয়ার্দ্দারকে (২৪)কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।