ঢাকাSaturday , 26 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপারের দর্শনা চেকপোস্ট পরিদর্শন ।

দেশ চ্যানেল
October 26, 2024 3:35 pm
Link Copied!

হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেছেন।এ সময় সকল বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা’র নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, দর্শনা চেকপোস্ট বাৎসরিক পরিদর্শন করেন। এসময় তাকে চেকপোস্ট পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার চেকপোস্টে কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় শেষে অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

 

তিনি চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। আগত দেশি ও বিদেশী সম্মানিত সিটিজেনদের কোন প্রকার হয়রানী ও দুর্নীতিমুক্ত থেকে দ্রুত পুলিশী সকল সেবা সহজিকরণের উপর গুরুত্বারোপ করেন।এছাড়া সকলকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মুহম্মদ শহীদ তিতুমীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানাসহ চেকপোস্টে কর্মরত পুলিশ অফিসার ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST