জবাইকৃত পশুর উচ্ছিষ্ট অংশ যথাসময়ে অপসারণ করা সকলেরই দায়িত্ব: বিভাগীয় কমিশনার

Spread the love

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো :

কোরবানি পশুর জবাইকৃত উচ্ছিষ্ট্য অংশ যথাসময়ে অপসারণ ও ঈদ জামাতের সময়সূচি নিয়ে ২৮ জুন বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণমাধ্যম কর্মীদের অবহিত করে বলেন পরিবেশ দূষণ রোধে সকল ব্যক্তিকে সচেতন ভাবে পশু জবাই করে তার জবাইকৃত অংশ যথাসময়ে অপসারণের মাধ্যমে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। এজন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো রক্ষণাবেক্ষণ এবং কোরবানিরপর পশুর রক্ত দ্রুত ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলা সহ দ্রুততম সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। পশুর চামড়ায় ভালোভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা সকলের দায়িত্ব। পাশাপাশি বিভাগীয় কমিশনার পবিত্র ঈদ উল আযহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় সকলকে তিনি বলেন আবহাওয়া অনুকূলে থাকলে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮ টায় খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল ৮ টায় যথাসময়ে টাউন জামে মসজিদে
এ জামাত অনুষ্ঠিত হবে।
এবং একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৯ টা এবং তৃতীয় জামাত সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে । পাশাপাশি আবহাওয়ার প্রতিকুল বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বিষয়টি বিবেচনার রেখে বিভিন্ন ওয়ার্ড ও পারা মহল্লার মসজিদ গুলোতে ও ইতোমধ্য জামাতের আয়োজনে প্রস্তুুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মূলক কুমার মন্ডল অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *