জমিতে কাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু

Spread the love

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি :

খুলনা বটিয়াঘাটা কল্যাণশ্রী কাজ করতে এসে মারা গেলেন ষাটউদ্ধে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে,সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার কল‍্যাণশ্রী এলাকায়। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, কল‍্যাণশ্রী এলাকার মারুফ শেখের বাড়িতে আসে ৫জন দিনমজুর কৃষক। ঘটনার দিন কৃষকরা সবাই বিলে কাজ করছিলো। হঠাৎ তাদের ভিতর থেকে ভিক্টিম মৃত বাকির মোড়ল(৬৫) পিতা মৃত করিম মোড়ল ঠিকানা বাকা পাইকগাছা খুলনা পায়খানা করতে যায়। তার আসতে দেরি দেখে তখন তার সাথে থাকা অন‍্যরা তাকে খুজতে যায়। গিয়ে দেখে সে সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসক এর নিকট নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা বাকির মোড়লকে মৃত ঘোষনা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মেডিকেল রিপোর্ট না আসা পযর্ন্ত মৃত্যুর সঠিক কারন বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *