ঢাকাSunday , 12 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকারম হোসেন আটক

    দেশ চ্যানেল
    November 12, 2023 6:12 am
    Link Copied!

    মোঃশিমুল হোসেন
    জয়পুরহাট প্রতিনিধিঃ-

    জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন ধরে পলাতক মো মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটন কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)

    শনিবার (১১নভেম্বর) রাতে জয়পুরহাট জেলার সদর থানাধীন বঙ্গবন্ধু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নওগাঁ জেলার বদলগাছী থানার খাদাইল গ্রামের মৃত মেহেদি হাসানের ছেলে৷

    র‍্যাব ৫ এর সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৫ এর একটি দল। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটন কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামির নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০১৮ সালে একটি মাদক মামলা হয়।

    মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি মোকারম হোসেন দেওয়ান ওরফে লিটনের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।

    র‍্যাবের এই কর্মকর্তা। আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামি এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। রায়ের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST