মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং লিডার সাজু সহ ০৩ কিশোর গ্যাং কে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প।
র্যাব, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত ২২ জানুয়ারি (সোমবার) রাত ১০ দিকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার কলেজপাড়া এলাকা হতে কিশোর গ্যাং লিডারসহ ৩ জনকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন কালাই উপজেলার কাজীপাড়া গ্রামের মোঃ আশরাফ সরদারের ছেলে কিশোর গ্যাংয়ের লিডার মোঃ সাজু সরদার,
থুপসাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ কামরুজ্জামান স্বাধীন,থুপসাড়া গ্রামের মোঃ ছামসুল হকের ছেলে মোঃ শিপন আহম্মেদ।
উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
এমন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।