মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নে চন্দনবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে ১৪ বছরের সকল শিক্ষার্থীদের জরায়ু ক্যন্সার প্রতিরোধক টিকা কার্যক্রমের শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এ কার্যক্রম শুরু হয়৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কবির গণমাধ্যম কর্মী দের জানান, সারাদেশের ন্যায় ১৪ অক্টোবর বোদা উপজেলায় টিকা কর্যক্রম শুরু হয়েছে। ১০ থেকে ১৪ বছরের সকল শিক্ষার্থীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, মা-বোনদের এটি একটি মরণব্যাধি রোগ। এ রোগটি হলে বাঁচার আশংকা খুবই কম। এ রোগে প্রতিবছর হাজার হাজার মা বোনের অকালে মৃত্যু হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন গোলাম রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, মোঃ রায়হান আলী, এমটিইপিআই, সুপারভাইজার মো:- হাতেমুল ইসলাম এএইচআই, শিক্ষার্থী প্রতিনিধি রাব্বি হাসান, ভেক্সিনেটরর সেলিনা বেগম, এফডব্লিএ পুতুল রাণী, প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।