আয়নাল হক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলারশুভ-উদ্বোধন করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (২২জানুয়ারি) সকালে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ২৮ কুড়িগ্রাম ৪ আসন এমপি এ্যাড. বিপ্লব হাসান পলাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন,
সভাপতিত্বকরেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানখান ।
উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, যুদ্ধ হতো বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার,
২নং শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,
রৌমারী সরকারী সিজি জামান স্কুলের শিক্ষক আমিনুল ইসলাম বি এস সি , এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। এবং সকল জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল গুলোকে পুরস্কার বিতরণ করেন।