ডেস্ক নিউজ
১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনে এক কলংকময় অধ্যায় রচিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোরে জাতির পিতাকে হত্যা করা হয় নির্মমভাবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিল পাকিস্তানি দোসরদের সাথে আতাত করে এদেশের বিপদগামী সেনা কর্মকর্তারা তাকে হত্যা করে। সেদিন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ,শেখ কামাল,শেখ জামাল তাদের সহ ধর্মিণী এবং শিশুপুত্র রাসেল কে হত্যা করে।
আজকে শোক থেকে জাগরনের সৃষ্টি হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।
আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সেদিন কাল রাত্রিতে যারা শাহাদাৎ বরণ করেছিলেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
এডভোকেট মাহবুব আলী এমপি
প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।