নিত্যানন্দ মহালদার উপজেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনা শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরাণী মন্দির শীতলা বাড়ি, বাংলাদেশ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে, জাতীয় ভাবে শ্রী মদ্ভাগবদ গীতা প্রতিযোগিতা অনুষ্টিত হয়,উক্ত অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন যায়গা থেকে শ্রী মদ্ভগবদ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য শ্রী মদ্ভগবদ পাঠকেরা আসেন এবং শ্রী মদ্ভাগবদ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন ও বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমমিটির উপদেষ্টা, জাতীয় পর্যায়ে খুলনা বিভাগীয় শ্রী মদ্ভাগবদ প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রধান অতিথি, শ্রী বিজয় কুমার ঘোষ বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন ও সকল সনাতনিকে শ্রী গীতার জ্ঞানে আলোকিত করার উৎসাহিত করেন এবং প্রত্যেক মট মন্দিরে গীতাস্কুল খুলে শ্রী গীতা শীক্ষা দান করার কথা উপস্থিত সকলকে বলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেন -শ্রী তারকচাঁদ ঢালী সহোযোগি অধ্যাপক আজম খান সরকারি কমার্স কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রী কাঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী-পরিচালক ভক্তিবেদান্ত গীতা একাডেমী ইসকন খুলনা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -শ্রী মেধস ব্যানার্জি -প্রশিক্ষক হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বিশিষ্ট ভাগবত পাঠক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন -শ্রী প্রশান্ত কুমার কুন্ডু -কার্য নির্বাহী সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন -শ্রী প্রশান্ত কুমার রায় -উপদেষ্টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন জেলা,থানা, ইউনিয়নের শ্রী মদ্ভাগবদ পাঠক আলোচকেরা, সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।