মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি পদে আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন ব্যক্ত করেছে সৈয়দপুরের উর্দুভাষী তথা আটকেপড়া পাকিস্তানী ক্যাম্প নেতৃবৃন্দ। সেইসাথে ক্যাম্পবাসীকে নিয়ে ভোটের সকল কার্যক্রম নিরঙ্কুশভাবে করার প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) শহরের রেলওয়ে অফিসার্স কলোনী এলাকায় ইকু হেরিটেজ হোটেল এন্ড রেষ্টুরেন্টের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় এমন মতামত উপস্থাপন করেন ২২ টি ক্যাম্পের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।
তাঁরা আরও বলেন, বর্তমানে এমপি’র কাছ থেকে ক্যাম্পবাসী কোন সুযোগ সুবিধা বা সহায়তা পায়নি। সবধরনের উন্নয়ন থেকে তারা বঞ্চিত। তাই এবার শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিককেই সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
সৈয়দপুরের উন্নয়নের স্বার্থে তাঁর কোন বিকল্প নাই মন্তব্য করে তাঁরা বলেন, সিদ্দিকুল আলম জনপ্রতিনিধি না হয়েও সব সময়ই ক্যাম্পবাসীর পাশে দাঁড়িয়েছেন। ঈদসহ বিভিন্ন উৎসবে প্রীতি উপহার দেয়াসহ শীতকালে গরম কাপড় ও কম্বল দীর্ঘ দিন থেকে নিয়মিত দিয়ে আসছেন।
তাছাড়া যে কোন প্রয়োজনে ক্যাম্পের লোকজনসহ যে কেউ তাঁর দ্বারস্থ হলে তিনি একবাক্যে তাদের সহায়তা করে চলেছেন। যা আমরা অন্য কোন নেতার কাছে কখনই পাইনা। অথচ নির্বাচিতরা বার বার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। সুযোগ থাকা সত্বেও তারা মুখ তুলে তাকায়নি। বরং নানাভাবে আমাদেরকে ব্যবহার করে নিজেরা ফায়দা লুটেছে।
ক্যাম্পের নেতৃবৃন্দ আরও বলেন, এবার সিদ্দিকুল আলম জাতীয় পার্টির মনোনয়ন পাক বা না পাক তিনি নির্বাচনে প্রার্থী হলে আমরা ক্যাম্পবাসী তার পক্ষে ভোটের মাঠে অবস্থান নেবো। নিজেদের প্রত্যেকটি ভোট দেয়া নিশ্চিত করার পাশাপাশি অন্যদেরও ভোট প্রদানে উৎসাহিত করবো। যে কোন মূল্যে তাঁকে সংসদ সদস্য বানাবো। এজন্য তাঁরা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সিদ্দিককে লাঙল প্রতিকের প্রার্থী করার আহবান জানান।
জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রওশন মাহানামার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর পৌর সদস্য সচিব রাকিব খান, উপজেলা সদস্য সচিব জি এম কবির মিঠু, সেচ্ছাসেবক পার্টির উপজেলা আহবায়ক শফিউল আলম সুজন, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান ভুট্টু।
জাতীয় পার্টি পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক রায়সুল ইসলাম লাকী বসুনিয়া, শ্রমিক পার্টি পৌর কমিটির আহবায়ক মন্সুর আলী, রেলওয়ে শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক গোলাম বারী, পৌর যুবসংহতির সাবেক সভাপতি আজহারুল ইসলাম জয়, সাবেক সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাল্লু বসুনিয়া।
ক্যাম্পের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, হাতিখানা ক্যাম্পের মোলায়েম হোসেন, বাঁশবাড়ী ক্যাম্পের আব্দুর রহমান, কয়া গোলাহাট ক্যাম্পের মোক্তার, বালু রেশ আতিয়ার কলোনীর শামীম প্রমুখ।