ঢাকাSunday , 18 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর-৩ ধানের শীষ প্রতীকে প্রচারণা টিমের প্রধান সমন্বয়ক ছাত্রনেতা দেলোয়ার হোসেন।

দেশ চ্যানেল
January 18, 2026 2:39 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় গতি আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এই আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আসন ভিত্তিক এক জনকে প্রধান সমন্বয়ক করে ও দুই থেকে তিন জনকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর ০৩( মেলান্দহ – মাদারগঞ্জ) আসনে প্রধান সমন্বয়কের দ্বায়িত্ব পান রাজপথ থেকে উঠা আসা একাধিক মামলার আসামি ও কারা নির্যাতিত ছাত্রনেতা, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১১ নং শ্যামপুর ইউনিয়নের কৃতিসন্তান, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রচারণা টিমের সমন্বয়ক হলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হুসাইন পলাশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান আসিফ।

দলীয় সূত্রে জানা যায়, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে মোঃ দেলোয়ার হোসেনকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন এবং বিজয়ের লক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন ।

প্রধান সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দেলোয়ার হোসেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের আস্থায় আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করবো। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জের মাটি ও মানুষের সমর্থন নিয়ে সর্বোচ্চ প্রচারণার মধ্য দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই আসনটি আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব।”

জামালপুর-০৩ আসনে তরুণ প্রজন্মের ভোটের প্রভাব অনেক বেশি। সে ক্ষেত্রে ছাত্রদলের মতো একটি লড়াকু সংগঠনের নেতৃত্বে দেলোয়ার হোসেনের মতো সংগঠকের উপস্থিতি মাঠের রাজনীতিতে ধানের শীষের অবস্থানকে আরও সুসংহত করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ইতিমধ্যেই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মেলান্দহ ও মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণার রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST