বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
শহীদ জিয়াউর রহমান মানেই নির্যাতিত বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম প্রতিচ্ছবি মহান স্বাধীনতা যুদ্ধে যার অবদানে বাংলার ৫৬ হাজার বর্গমাইল জুড়ে আকাশ বাতাস প্রকৃতি ও মানুষের হৃদয়ের সারা দিয়েছিল যার কন্ঠে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ক্রান্তিকালে নিপতিত বাঙ্গালীদেরকে একটি নতুন সূর্যোদয়ের মাধ্যমে একটি নতুন দিনের আলোয় উদ্ভাসিত করেছিল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কোন এক প্রান্তে দাঁড়িয়ে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ৩০ লক্ষ শহীদ আর
তিন লক্ষ বীরাঙ্গনাদের আত্মমর্যাদার শিখরে রেখে এই দেশের আকাশে অকুতোভয়ী সৈনিক যিনি বিজয়ের পতাকা উড়িয়েছিল সেই মহান ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আজ তানার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীগণ এসব কথা বলেন এ সময় বক্তারা আরো বলেন এই মহান ব্যক্তি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশের একেবারে ক্রান্তিলগ্নে দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার নিয়োগ করা হয় এবং ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১৯৭৩ সালের মাঝামাঝি ব্রিগেডিয়ার পদে, ওই বছরের শেষদিকে মেজর জেনারেল এবং ১৯৭৫ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচি সামনে রেখে গঠন করেন জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন। কোটি কোটি মানুষের কান্নায় সেদিন বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, শোক প্রকাশ করেছিল বিশ্ববাসী। বাংলার জনগণ ভালোবেসে সেদিন থেকে তাকে শহীদ জিয়া নামেই অভিহিত করে থাকে। অনুসারীরা গর্ব করেই বলে থাকেন বাংলাদেশের অপর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছরের কর্মময় দুঃসাহসী জীবন । কমল বেঁচে থাকলে আজ তার বয়স হত ৮৯। এত কম সময়ে এত বেশি অর্জন এমন কর্মবীরের আগমন পৃথিবীতে কালে ভদ্রে ঘটে থাকে! চক্রান্তকারীদের হাতে তাঁর জীবন প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা বেজেই চলেছে। আজ বাংলার মানুষ জীবনের মৌলিক প্রয়োজন খাদ্য বস্ত্র চিকিৎসা আর বাসস্থান নিয়ে দুশ্চিন্তায় ভোগে, পিছিয়ে পড়েছে শিক্ষায়, নেতৃত্বে, হারিয়েছে ভোটাধিকার আর সেই সাথে ডুবে গেছে গণতন্ত্র। এমন সংকটকাল অতিক্রম করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মেধা, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা, দেশপ্রেম, নেতৃত্বের কৌশল ও আদর্শ এই বাংলার মানুষের জন্য বাতিঘর। লাইট হাউস বা বাতিঘর যেমন করে নিরুদ্দেশ নাবিককে সঠিক পথের নির্দেশনা দেয় তেমনি জিয়াউর রহমানের জীবনাদর্শ যুগে যুগে কালে কালে আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে।
খুলনা মহানগর বিএনপির কর্মসুচি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশী জাতীয়তাবাদ এর প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি তিন (০৩) দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসুচির দ্বিতীয় দিনে আজ খুলনা প্রেসক্লাব মিলনায়তনে “গনতন্ত্র, উন্নয়ন ও বাকস্বাধীনতায় জিাউর রহমানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তাছাড়া বিশেষ বক্তা সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। সভাপতি হিসাবে রয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল আলম মনা। এছাড়া বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে আন্তঃ কলেজ ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। ৩য় দিন ২০ জানুয়ারি (সোমবার) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।