জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
মেজর জেনারেল (অবঃ) জনাব সালাউদ্দিন মিয়াজী দীর্ঘ ৩৫ বছর সামরিক জীবন অতিবাহিত করে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-০৩ আসনে (কোটচাঁদপুর-মহেশপুর) বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সামরিক জীবনে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব, জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং এরিয়া কমান্ডার রংপুর, এম এস সেনাসদরসহ অসংখ্য গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন।
ঠিক একইভাবে এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে এবং সাধারণ মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায় তিনি অটুটভাবে কাজ করে যাচ্ছেন। তার বিভিন্ন সভা সমাবেশ ও নেতাদের সাথে মতবিনিময়ের কথোপকথন সাধারণ মানুষকে যেমন আশার আলো দেখাচ্ছে ঠিক তেমনই জনগণকে নতুন করে বাঁচার স্বপ্নও দেখাচ্ছেন।
পরিবারতন্ত্রের অবসানসহ অতি উৎসাহী নেতাকর্মীদের নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ ধারার রাজনীতি তিনি এলাকাবাসীকে উপহার দিয়েছেন।
উল্লেখ্য যে, তাঁর পিতা জনাব মঈনউদ্দীন মিয়াজি যিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক এবং একই আসনের মাননীয় সাংসদ ছিলেন। বাবার পথ ধরে ও তার নীতি অনুসরণ করে জনগণের মনে স্থান করে নেওয়ার স্বপ্ন বাস্তবায়নে কোন অশুভ শক্তি, কোন স্বার্থান্বেষী মহল, অসৎ ব্যক্তি ও নাম ভাঙ্গিয়ে ব্যক্তি স্বার্থে কাজ করা সকল কিছুর উর্ধে থেকে নিজেকে জনগণের মনে স্থান করে নিয়েছেন।
এলাকাবাসী সকলেই তার পাশে থেকে উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে প্রস্তুত বলে এলাকার মানুষের কাছ থেকে শুনা যায়।