জয়পুরহাটের আক্কেলপুরে ভটভটি উল্টে ১৫ জন স্কুল শিক্ষাথী আহত

Spread the love

শিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে যাওয়ার পথে ভটভটি উল্টে উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা গেছে, শনিবার ৯ সেপ্টেম্বর জেলা পর্যায়ে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করার উদ্দেশ্যে উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দপ্তরি রওনা হয়। আক্কেলপুর-তিলকপুর সড়কটি বেশ কিছুদিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে শ্রীরামপুর হয়ে আক্কেলপুর আসার রাস্তার পথিমধ্যে ভদ্রকালী গেটপাড়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের্^ ধানের জমিতে উল্টে যায়। এতে ওই শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে থাকা ১৫ শিক্ষার্থী সকলেই আহত হয়।
এসময় শ্যালো ইঞ্জিনের গরম পানি চারজন শিক্ষার্থীর শরীরে পড়ে বেশ কিছু অংশ ঝলসে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এ ঘটনায় হাসপাতালে আসা ৫ জনকে গুরুতর অবস্থায় ভর্তি এবং বাঁকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি অনাকাংখিত দূর্ঘটনা। আহত শিক্ষার্থীদের উপজেলা মাধ্যমিক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছেথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *