ঢাকাFriday , 4 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

জয়পুরহাটে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধের পাশে তাল বীজ রোপন।

দেশ চ্যানেল
October 4, 2024 11:07 am
Link Copied!

মোঃ আমজাদ হোসেন জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলাতে উদ্বুদ্ধকরণের মাধ্যমে রাস্তা ও বাঁধ এর পাশে তালবীজ রোপনের এক কর্মসূচির উদ্বোধন করেন কৃষিবিদ জনাব রাফসিয়া জাহান,উপজেলা কৃষি অফিসার, জয়পুরহাট সদর। ভাদশা ইউনিয়নের যমুনা নদীর মাঝিপাড়া ও হরিপুর বাঁধের উভয় পাশে পাশে প্রায় ২ কিঃমিঃ জুড়ে ১৫০০টি তালবীজ রোপন করা হয়। এ সময় উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অত্র উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান তিনি বলেন প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে হলে তালগাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাল ও খেজুরের গাছ রোপন বৃদ্ধি করা হচ্ছে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হানিফ সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার , মোঃ ইমতিয়াজ সাকিব উপ সহকারী কৃষি অফিসার এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম, সদস্য মোঃ মজিদুল ইসলাম বড় মাঝি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীসহ কৃষক কৃষাণীগন। প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ শাহ আলম তার বক্তব্যে বলেন এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তিনি আরও বলেন এই কর্যক্রম চলমান রাখতে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

অত্র ব্লকের উপ সহকারী কৃষি অফিসার জনাব মোঃ ইনসান আলী বলেন এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং গরু ছাগলের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST