রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শালিখায় দক্ষিণ সাবলাট, কুষখালী, চতুর বাড়িয়া, উজগ্রাম, পাথরঘাটা সহ উপজেলার ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ১২ জন শিক্ষার্থীকে বই, খাতা, স্কুল ব্যাগ, জুতা, স্কুল ড্রেস, আর্থিক প্রাণোদনা সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান পূর্বক নতুন করে ভর্তি করে লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। আজ বুধবার বিকালে শালিখা উপজেলা প্রশাসন সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন তিনি। এ সময় তিনি বলেন, ঝরে পড়া শিশুরা সমাজের বোঝা নয় তারাই হতে পারে ভবিষ্যতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ইতিহাস তেমনটি বলে। তাই আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠান দেশ ও দশের কল্যাণে নিবেদিত হওয়ার সুযোগ করে দিন। মনে রাখবেন শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তিনি আরো বলেন, একটি শিশু ঝরে পড়ার ক্ষেত্রে শিশুরা দায়ী নয়, দায়ী আমরা, দায়ী শিক্ষক, দায়ী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাই আমাদের সকলকেই দায়বদ্ধতার জায়গা থেকে সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ভর্তি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ ঝরে পড়া শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের প্রচেষ্টায় নতুন করে লেখাপড়ার সুযোগ পেয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছেন সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা পাশাপাশি ছেলেমেয়েদের নতুন করে স্কুলে পড়ালেখার সুযোগ করে দেওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঝরে পড়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ