মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের বাড়িতে ১৪/০৭/২৪ ইং- গভীর রাতে আনুমানিক ০২:৪৫ মিনিটের সময় রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে অজ্ঞাতনামা চোর। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের জানালার গ্রিল কেটে চোর রুমের ভেতরে প্রবেশ করে এবং চুরির সময় ভিকটিম ফেরদৌসী খাতুন (৫০) তাদেরকে দেখে ফেলে এবং চিনতে পারে, ফেরদৌসী খাতুনের বাম কারনে পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ধারলো চাকু দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই ফেরদৌসী খাতুন (৫০) মারা যান এবং তার মেয়ে জান্নাতি খাতুনের বুকের ডান দিকে বগলের নিচে চাকু মেরে আহত করে পালিয়ে যায় চোর। জান্নাতি খাতুন বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্পেন প্রবাসী আলতাফ হোসেন ও নিহত ফেরদৌসী খাতুনের তিন সন্তান বড় ছেলে বাবা আলতাফ হোসেনর মতনই স্পেন প্রবাসী, মেয়ে জান্নাতি খাতুন আহত এবং ছোট ছেলে নওয়ালি হাফিজিয়া মাদ্রাসায় পড়া শোনা করে, পড়া শোনার জন্য মাদ্রাসাতেই থাকে ঘটনার সময় সে মাদ্রাসাতেই ছিলো এজন্য তার কিছুই হয়নি।
ঘটনার পরপরই আহত জান্নাতি খাতুন তাদের বাড়ির পাশেই বাসা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুন (৪০) কে খবর দিলে, বিষয়টা জানালে তারা স্থানীয় লোকজন নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে দেখতে পাই ফেরদৌসী খাতুনের মৃতদেহ পড়ে আছে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইঁয়া বলেন, হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কোনো আসামি গ্রেফতার নেই।