মো:সাদ্দাম হোসেন ইকবাল,
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছায় ন্যাশনাল ব্যাংকের ৫৭ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় স্থানীয় নুরজাহান টাওয়ারে যশোর শাখার অধীনে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান আশীষ কুমার লস্কর।
এসপিও আফতাবুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাহিত্য গবেষক হোসেন উদ্দীন হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা শাখার সভাপতি দুলাল অধিকারী, ন্যাশনাল ব্যাংক যশোর জেলা শাখার ব্যবস্থাপক আবু মুসা, ঝিকরগাছা সেবা সংগঠন ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইসমাইল হোসেন মিলন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যাংকের ঝিকরগাছা উপশাখার ইনচার্জ স্নেহাংশু বিশ্বাস, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।