ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের চারটি আসনে ৩টি নৌকা ও ১ টি ঈগল বিজয়ী

দেশ চ্যানেল
January 7, 2024 4:49 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ

৭ই জানুয়ারী ২০২৪ (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি আসনের মধ্যে ৩টি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক ও ১ টি স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক নির্বাচিত হয়েছে।
ঝিনাইদহ-১ আসনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল হাই। তিনি নৌকা প্রতিক নিয়ে মোট ৯৫ হাজার ৬৭৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭২৮টি ভোট। নির্বাচনে ঝিনাইদহ ১ (শৈলকুপা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৩৬ জন।

ঝিনাইদহ-২ আসনে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল মোট ১লক্ষ ৩৭হাজার ৫৮৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকট তম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি পেয়েছেন ১লক্ষ ১৫হাজার ১৫২ভোট। ঝিনাইদহ-২ আসনের ১৮৫ ভোটকেন্দ্র। ঝিনাইাদহ-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৬ হাজার ৩০০ জন।

ঝিনাইদহ ৩ আসনে এবার নতুন মুখ প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল সালাহউদ্দীন মিয়াজী (অবঃ) নৌকা প্রতিকে ৮৩ হাজার ১৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৬৪হাজার ৯০৯ টি ভোট। নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ২৪ জন।

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে তৃতীয়বার আনোয়ারুল আজিম আনার ৯৬ হাজার ৫০৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ প্রয়াত আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ১০০টি ভোট। নির্বাচনে ঝিনাইদহ ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৬২০জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST