ঢাকাThursday , 7 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের তিন উপজেলায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু,ভোগান্তিতে জনসাধারণ

দেশ চ্যানেল
September 7, 2023 10:32 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের তিন উপজেলায় প্রায় ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ চালু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ সঞ্চালন হয়। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন। বিপাকে পড়ে খামারি ও হাসপাতালে থাকা রোগীরা। জানা গেছে, বুধবার দুপুরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) আওতায় ভুঞাপুরসহ পার্শ্ববর্তী ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী কিছু এলাকার ৫০ হাজারের বেশি গ্রাহকরা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এ বিষয়ে ভুঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিউবো) মো. আনোয়ারুল ইসলাম বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় মেরামত কাজে বিঘ্ন ঘটে। পরে রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার ভোররাতে সংযোগ লাইন সঞ্চালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST