ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে চার দফা দাবিতে টানা ৫৫ দিন যাবত ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

দেশ চ্যানেল
December 9, 2024 7:52 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে চার দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে টানা ৫৫ দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থী ‘রক্ত লাগে রক্ত নিন, আমাদের দাবি মেনে নিন’, দালালি না রাজপথ, স্বাস্থ্যখাতের দালালেরা হুশিয়ার সাবধানসহ নানা স্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাব্বির, মো. সুজন মিয়া, মালা আক্তার, সোহাগী আক্তার প্রমুখ।

বক্তরা বলেন, প্রায় ১৫ বছর যাবত আমাদের পদে কোন নিয়োগ হয় না। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী বেকার হয়েছে। এছাড়াও অনেকের সরকারি চাকরি বয়স চলে গেছে। ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও যদি বৈষম্য থাকে তাহলে আমাদের কি উপায় হবে। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে ২০১৭ সালে, ২০২৩ সালে আন্দোলন করেছি। গত ১৬ অক্টোবর থেকে টানা আন্দোলন করছি।

বক্তারা তাদের দাবি উল্লেখ করে বলেন, অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন করতে হবে। ⁠অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ইন্টার্নশিপ চালু করতে হবে। প্রস্তাবিত এলাইড হেল্থ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। ⁠অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST