ঢাকাThursday , 3 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে ডাকাতি, দুইজন গ্রেফতার। 

দেশ চ্যানেল
October 3, 2024 3:41 pm
Link Copied!

আআব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ১ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামের মিজানুর রহমানকে ইয়াবা ব্যবসায়ী বানিয়ে ও উঠিয়ে নিয়ে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ডাকাতির মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন (৩২) ও একই এলাকার মৃত. সোলায়মান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা ও সিলভার রংয়ের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের তথ্য প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। তারা মির্জাপুর উপজেলার কদির দেওহাটা এলাকার আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। ৩অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ১ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে উপজেলা বাওয়ার কুমারজানি পূর্বপাড়ার আজাদ মিয়ার বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ও ইয়াবা ব্যবসার অভিযোগ এনে মিজানুর রহমান ও আরিফ হোসেনকে সাদা রংয়ের হাইয়েচ মাইক্রোবাস উঠিয়ে নেন গ্রেফতারকৃত ডাকাতরা। এ সময় তাদের হ্যান্ডক্যাপ লাগিয়ে ও মারধর করে নগদ ১ লাখ ৭৬ হাজার টাকাসহ ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকার ফাঁকা জায়গায় অপহৃত দুইজন ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা। দুইদিন অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডাকাতিকাজে ব্যবহৃত সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাসসহ লুন্ঠিত ২৫ হাজার ৭২০টাকা উদ্ধার করতে সক্ষম হন পুলিশ। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST