আব্দুল্লাহ আল মামুুন পিন্টু টাঙ্গাইল প্রতিনিধিঃ
“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন, ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ২০১৫ সালের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার র্যাব বাদী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ওমর ফারুক সোহেল (৩২), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- গোপালপুর (পাথরাইল), থানা- দেলদুয়ার, জেলা- টাঙ্গাইলকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন দেওহাটা এলাকা হতে অদ্য ১৮/০৮/২০২৩ ইং তারিখ আনুমানিক বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প। উল্লেখ্য যে, উপরোক্ত আসামী গত ১৮/০৬/২০১৫ খ্রিঃ তারিখ টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানাধীন মাহমুদুল হাসান কলেজ রোডে ফলপট্টি নামক স্থানে নিলয় সুজ দোকানের সামনে থেকে ৯২ বোতল ফেন্সিডিলসহ র্যাবের নিকট হাতেনাতে ধৃত হলে র্যাব বাদী হয়ে উপরোক্ত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং ৪১, তারিখঃ ১৯/০৬/২০১৫ খ্রিঃ, ধারাঃ ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দায়ের করে। উক্ত মামলায় বিচার শেষে বিজ্ঞ আদালত গত ৩১/০৫/২০২৩ খ্রিঃ তারিখ উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ৩০,০০০/- টাকা র্অথদন্ডে দন্ডিত করেন। উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে