আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে প্রতারনার অভিযোগ উঠেছে নবাব আলীর বিরুদ্ধে।
জানাযায়, নবাব আলীর বড ভাই ফখরুল আলম ১২ কোম্পানী কমান্ডার নেতৃত্বে ৭১ সালে যুদ্ধ করে মুক্তি বাহিনীর গ্রেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়। এর পর দীর্ঘ ২৫ বছর অসুস্থ অবস্থায় ঘরে পড়ে থাকেন। সেই সুযোগে ছোট ভাই নবাব আলী বড ভাইয়ের কাছে তার সনদ ঠিক করে দেওয়ার কথা বলে তার নবাব আলীর নামের শেষে ফখরুল বসিয়ে ভাতার টাকা উত্তোলন করছে।
এবিষয় ভুক্তভোগীর মেয়ে বিলকিছ বেগম বলছে আমার চাচা নবাব আলী আসল মুক্তিযোদ্ধা হওয়ার জন্য নতুন ভোটার কার্ড করার জন্য চেষ্টা করছে। সেখানে নবাব আলী ফখরুল বানাতে চেষ্টায় তিনি।অথচ ১৯৭৩ সনে এসএসি পাশ করেণ সেখানে নবাব আলী ,জমির দলিলসহ তার নিকাহ নামায় নবাব আলী । তিনি আরও জানান, আমার বাবার মুক্তিযোদ্ধার সনদ দিয়ে দীর্ঘদিন ধরে ভাতার টাকা তুলেছেন। আমরা বলতে গেলে আমাদের প্রাননাশের হুমকি দেয়।
এবিষয় বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান বিরুদ্ধেই বলেন,আমি একটি এবিষয়ে প্রত্যয় পত্র দিয়েছি।সেখানে ইস্ট বলা আছে নবাব আলী তার ভাইয়ের সনদের টাকা প্রতারনা করে নবাব আলী ফখরুল সেজে উত্তোলন করছে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগী অসুস্থ ফখরুল দ্রুত সুবিচার পাক।