আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউর রহমান চঞ্চল প্রমুখ।
পরে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এতে জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতা-কর্মীরা এ সময় অংশ নেন।