টাঙ্গাইল মির্জাপুরে যমজ দুই বোন পেল জিপিএ–৫

Spread the love

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মির্জাপুরে এ বছর একস‌ঙ্গে এসএস‌সি পরীক্ষা দেওয়া যমজ দুই বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি জিপিএ ৫ পেয়ে
ভালো ফলাফলে উত্তীর্ণ হয়ে এলাকায় চমক দেখিয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সারা‌দে‌শে এক‌যো‌গে এসএস‌সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকা‌শিত হয়।

তারা উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান খোকন ও গৃহিনী মাহমুদা জামানের মেয়ে।

কথা ও মিথি মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়।

কথা ও মিথির পারিবারিক সূত্র জানায়, ছোট বেলা থেকেই তারা দুজন মেধাবী। দুজনেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলো। করোনার কারণে অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা হয়নি। ষষ্ট শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় তারা মেধার স্বাক্ষর রাখে। এসএসসিতে দুজন একসঙ্গে জিপিএ ৫ পেয়ে চমক দেখিয়েছে।

কথা ও মিথির বাবা কামরুজ্জামান খোকন বলেন, তার যমজ দুই মেয়ে ছোট বেলা থেকেই মেধাবী। তাদের ফলাফল যে ভাল হবে আমরা আগেই বুঝতে পেরেছিলাম। সবসময় তারা লেখাপড়ায় ব্যস্ত সময় পার করেছে। মেয়েদের ভাল ফলাফলে পরিবারের সবাই খুব আনন্দিত।

এ ব্যাপারে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান জানান, কথা ও মিথি খুবই মেধাবী ছাত্রী। তারা নিয়মিত ক্লাস, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার স্বাক্ষর রেখেছে। কঠোর অধ্যবসায় করলে ভাল ফলাফল অর্জন করা যায় মিথি ও কথা তার উজ্জল দৃষ্টান্ত। তাদের এই ফলাফলে বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত।

এ ব্যাপারে মেধাবী যমজ দুই বোন কথা ও মিথি জানায়, তাদের এই সাফল্যের পেছনে নানা-নানি, বাবা-মা এবং শিক্ষকদের অবদান রয়েছে। সকলের দোয়া ও ভালবাসায় ভবিষ্যতে ব্যারিস্টার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *